রচনা ব্যানার্জীর সৎ মেয়ে তন্বীও এবার সিনেমা জগতে?

রচনা ব্যানার্জী বাংলা ছবির অত্যন্ত জনপ্রিয় এক নায়িকার নাম৷ বহুবছর ধরে বাংলা সিনেমাকে তিনি উপহার দিয়েছেন অনেক ছবিই৷ এখন বাঙালি দর্শকের কাছে রচনা নায়িকা হওয়ার পাশাপাশি একজন শ্রেষ্ঠ সংচালকও বলা যায়৷ বেশ কিছুবছর ধরে জি—বাংলার একটি জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার 1—এর সংচালনা করছেন তিনি৷

এছাড়াও অভিনেত্রী বাংলা সিনেমার পাশাপাশি ওড়িয়া চলচ্চিত্রেরও এক নম্বর নায়িকা৷ এমনকি দক্ষিণ ভারতের কয়েকটি ছবিতেও তার অভিনয় মন কেড়েছিল দর্শকদের৷

১৯৭৪সালের ২রা অক্টোবর কলকাতার এক নাম করা পরিবারে জন্মগ্রহণ করেন৷ তাকে রচনা ব্যানার্জী নামে সকলে চিনলেও তার আসল নাম ঝুমঝুম ব্যানার্জী৷ ছোট থেকেই বিভিন্ন মঞ্চে পারফর্ম করতেন৷ যুক্ত ছিলেন থিয়েটারের সাথেও৷ অভিনয় জগতে আসা তার একেবারে ছেলেবেলাতেই৷ তারপর বহুবছর ধরে করে চলেছেন অভিনয়৷ বিভিন্ন চরিত্রে রচনার অভিনয় প্রশংসা পেয়েছে৷ এছাড়াও “সূর্যবংশম” ছবিতে অমিতাভ বচ্চনের সাথে তার অভিনয়ও প্রশংসিত হয়েছিল একসময়ে৷

১৯৯৪সালে “মিস কলকাতা” খেতাব জিতেছিলেন রচনা৷ এছাড়াও তারপর থেকে জয়ী হয়েছেন পাঁচটি সেরা সুন্দরী প্রতিযোগীতায়৷ ১৯৯৩সালে সিদ্ধার্থ মহাপাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন৷ কিন্তু ২০০৪সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়৷ এই বছরই ওড়িয়া চলচ্চিত্র জগৎ থেকে বিদায় নেন অভিনেত্রী৷ এরপর তিনি সংসার পাতেন ২০০৭সালে প্রবাল বসুর সাথে৷ তাদের একমাত্র সন্তান প্রণীল বসু৷

তবে রচনা ব্যানার্জীর প্রাক্তন স্বামী সিদ্ধার্থ মহাপাত্রের আগের পক্ষের ছিল একটি কন্যা সন্তান,নাম তন্বী মহাপাত্র৷ তন্বীর বয়স এখন ২৩বছর৷ ছোটবেলা থেকে বাবাকে ছেড়ে সে মানুষ হয়েছে মায়ের কাছেই৷সিদ্ধার্থের সাথে রচনার বিয়ের পর তন্বী বড়ো হয় মায়ের কাছেই৷ তবে ইতিমধ্যে তন্বীও পা রেখেছে ইন্ডাস্ট্রিতে৷

স্টার জলসার পর্দায় কয়েকটি সিরিয়ালে তন্বীর অভিনয় দর্শকের মন কেড়েছে৷ ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে সেও৷ বর্তমানে তন্বী পড়াশোনা করছে একটি বেসরকারি কলেজে৷

তবে বাস্তব এটাই যে রচনা ব্যানার্জী কোনোদিনও স্বীকার করেননি যে তার একটি মেয়েও রয়েছে৷ এমনকী এও শোনা যায় যে সিদ্ধার্থের প্রথম পক্ষের মেয়ের জন্য রচনার সাথে ঝামেলাও হত সিদ্ধার্থের৷ ফলেই তাদের বিবাহ—বিচ্ছেদ বলে শোনা গিয়েছিল৷ খুব শীঘ্রই তন্বীও পা রাখতে চলেছে সিনেমা জগতে ৷ রচনার তার মেয়েকে স্বীকৃতি না দেওয়া কি আদেও ঠিক? চর্চা এখনও চলে দর্শকমহলে৷

Comments are closed.