অলোক ভার্মাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কমিটি থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

কেন্দ্রের সিদ্ধান্তকে খারিজ করে সুপ্রিম কোর্ট মঙ্গলবারই নির্দেশ দিয়েছে, অপসারিত সিবিআই প্রধান অলোক ভার্মাকে ডিরেক্টর পদে ফের বসাতে হবে। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আপাতত অলোক ভার্মা কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বিরোধী নেতাকে নিয়ে তিন সদস্যের কমিটি সিবিআই প্রধানকে নিয়ে সিদ্ধান্ত নেবে।
সূত্রের খবর, অলোক ভার্মার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিন সদস্যের এই কমিটি থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। যেহেতু তিনি নিজে অলোক ভার্মার মামলার পরিপ্রেক্ষিতে রায় দিয়েছেন তাই প্রধান বিচারপতি নিজেকে এই কমিটি থেকে সরিয়ে নিলেন। সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিক্রিকে নিজের জায়গায় এই কমিটিতে মনোনীত করেছেন রঞ্জন গগৈ। প্রসঙ্গত, আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এবং বিচারপতি সিক্রি মিটিংয়ে বসবেন। আগামী ৩১ জানুয়ারি অলোক ভার্মার অবসর নেওয়ার কথা।

Comments are closed.