অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন সব্যসাচী দত্ত, সোমবার শুনানি হওয়ার সম্ভাবনা

তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আইন অনুযায়ী হয়নি, এই অভিযোগ করে শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা করেন সব্যসাচী দত্ত। আগামী সপ্তাহেই এই মামলার শুনানি রয়েছে বলে খবর।
বিধাননগর পুরসভার ৪১ জন কাউন্সিলারের মধ্যে ৩৫ জনই সব্যাসাচীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করেছেন। গত ৯ ই জুলাই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূল কাউন্সিলাররা। সেদিন রাতেই সব্যসাচী দত্তকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় অনাস্থা প্রস্তাবের কথা। আগামী ১৮ ই জুলাই রয়েছে ভোটাভুটি।
এই নোটিস পাওয়ার পর ফের বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। এরপর সেই অনাস্থা প্রস্তাবের চিঠি নিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে হাজির হন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তিনি অনাস্থা চিঠির প্রতিলিপি আইনজীবীদের হাতে দিয়েছেন। আইন মেনে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে কিনা তা দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান রাজারহাট নিউটাউনের বিধায়ক। এরপরে এই অনাস্থায় ভুল রয়েছে বলে অভিযোগ করে এদিনই বিকেলে মামলা দায়ের করেন সব্যসাচী দত্ত।
মেয়র পদে সব্যসাচী দত্তর বিরুদ্ধে অনেক দিন ধরেই ক্ষোভ প্রকাশ করছিলেন ডেপুটি মেয়র সহ একাধিক কাউন্সিলার। কিন্তু বিদ্যুৎ ভবনের বিক্ষোভ সমাবেশে সব্যসাচীর উপস্থিতিকে আর ভালো চোখে নেয়নি দল। আলোচনার জন্য গত রবিবার তৃণমূল ভবনে বিধাননগরের কাউন্সিলারদের বৈঠক ডাকেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে সব্যসাচীকে ডাকা হয়নি। সেই বৈঠকের পরই জল্পনা তৈরি হয়েছিল মেয়র পদ থেকে সব্যসাচী দত্তকে সরানো নিয়ে। ডেপুটি মেয়র সহ একাধিক কাউন্সিলার এবং মেয়র পরিষদ সদস্যরা দফায় দফায় বৈঠক করার পর সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেন।

Comments are closed.