‘পায়ে নয়, বুকে গুলি করুন’, বসিরহাটের জনসভায় বিতর্কিত মন্তব্য বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর, কমিশনে যাচ্ছে তৃণমূল

‘ভোটের দিন বুথ দখল করতে এলে কেন্দ্রীয় বাহিনীকে বলব, পায়ে নয়, বুকে গুলি চালান।‘ বসিরহাটে নির্বাচনী প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা সায়ন্তন বসুর। এখানেই না থেমে সায়ন্তন বলেন, ‘এবার ভোটে পুলিশকে থানায় বন্দি করে রাখা হবে। সিআরপিএফ ও বিএসএফকে দিয়ে ভোট করানো হবে।‘ বিজেপি নেতার এই মন্তব্যের পাল্টা জবাব দেয় তৃণমূল। মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘এই মন্তব্য, অসাংবিধানিক এবং অসংসদীয়।‘ কমিশনে এ বিষয়ে অভিযোগ জানানো হবে বলেও জানান পার্থ চট্টোপাধ্যায়। গোটা ঘটনায় সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, তৃণমূলের আমদানি করা ভাষায় বিজেপির স্বর বসেছে। এটাই হওয়ার ছিল।

এদিকে আরও একদফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এবার ঘোষণা করা হল আরও ১০ জনের নাম। হাওড়ায় বিজেপি প্রার্থী করছে সাংবাদিক রন্তিদেব সেনগুপ্তকে। প্রত্যাশা মতোই বনগাঁয় প্রার্থী হিসেবে শান্তনু ঠাকুরের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া উলুবেড়িয়া আসনে বিজেপির প্রার্থী অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদে প্রার্থী প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দেওয়া হুমায়ুন কবীর। ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন নীলাঞ্জন রায়। পদ্মফুল প্রতীকে বাঁকুড়া থেকে লড়বেন সুভাষ সরকার।

Comments are closed.