দিল্লিতে বন্দুক নিয়ে দৌরাত্ম্য চালানো শাহরুখ গ্রেফতার, উত্তর প্রদেশ থেকে পাকড়াও

গত সোমবার দিল্লির পুলিশের দিকে বন্দুক উঁচিয়ে তেড়ে গিয়েছিল সে। অভিযোগ, পরপর ৮ বার ফায়ারও করে। সেই লাল টি শার্ট পরিহিত মহম্মদ শাহরুখকে শেষ পর্যন্ত গ্রেফতার করতে পারল দিল্লি পুলিশ। ঘটনার অষ্টম দিনের মাথায় উত্তর প্রদেশ থেকে দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে।

২৪ ফেব্রুয়ারি উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ-মৌজপুর এলাকায় প্রকাশ্যে বন্দুক হাতে দৌরাত্ম্য চালিয়েছিল এই মহম্মদ শাহরুখ। পুলিশকে বন্দুক উঁচিয়ে হুমকি দেওয়ার পাশাপাশি পরপর ৮ রাউন্ড ফায়ারও করে সে। তারপর থেকেই বেপাত্তা ছিল শাহরুখ।

প্রথমে জানা গিয়েছিল, অভিযুক্তকে পুলিশ আটক করেছে। কিন্তু পরে তা ভুয়ো খবর বলে জানা যায়। দিল্লি পুলিশের তরফে জানানো হয়, শাহরুখের খোঁজ চলছে। অভিযুক্তের পরিচয় নিয়েও বিতর্ক দানা বাধে। শেষপর্যন্ত মঙ্গলবার উত্তর প্রদেশের শামলি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বন্দুকবাজির পর ভয় পেয়ে পালিয়ে বেরাচ্ছিল শাহরুখ। শামলিতে তার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

Comments are closed.