এবারে পথ পশুদের জন্য ফান্ড খুলেন সুপারস্টার অভিনেত্রী শ্রীলেখা মিত্র, নিজের জামা কাপড় নিলামে তুলে সেই অর্থ দিয়েই চারপেয়ে পশুদের সেবা যত্ন করবেন তিনি

পুজোর সময় সকলেরই আলমারিতে নতুন জামা কাপড়ে বোঝাই। কিন্তু অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবার পূজোতে অন্যরকম কিছু করতে চাইছেন। যদিও বাকি সবার মতো নতুন জামা কিনে আলমারি ভর্তি করছে না। তিনি বরং নিজের আলমারি খালি করছেন। এবারে অভিনেত্রী নিজের পোশাক গুলোই নিলামে তুলবেন। নিজের চার পেয়ে সন্তানদের জন্য ফান্ড খোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেই সেই ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে খাটের উপর সাজানো রয়েছে স্তরের স্তরে জামা কাপড় এবং তার পাশেই দাঁড়িয়ে রয়েছেন শ্রীলেখা মিত্র। পাউট ভঙ্গিতে সেলফি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করে ক্যাপশনে লিখেছেন ‘অনেক ভেবে দেখলাম এত জামাকাপড় আমার আর প্রয়োজন নেই। কিছু কিছু নিলামে তুলব, কেমন হবে?’

অভিনেত্রী আরো বলেছেন ‘একবার পরা একবারও না পরা অনেক ড্রেস, শাড়ি আছে। যে টাকাটা উঠবে (যদি ওঠে) সেটা দিয়ে চারপেয়ে বাচ্চাগুলোর জন‍্য একটা ফান্ড তৈরি করব। ভাবনাটা ঠিক ভাবলাম কী? জানিও।’ অভিনেত্রী এই পোস্টে একজন কমেন্ট করে লিখেছেন ‘ভালো উদ্যোগ। তবে প্রচুর মানুষ এই জামা কাপড় হাতে পেলে হয়তো স্বর্গ পেতো। এদিকটাও ভেবে দেখার অনুরোধ রইলো।’ সেই প্রসঙ্গে শ্রীলেখা জানিয়েছেন সেটাও আলাদা করে রাখা রয়েছে অভিনেত্রীর এই বিশেষ উদ্যোগকে অনেক নেটিজেনরাই প্রশংসা করেছেন।

পশুপ্রেমী হিসেবে শ্রীলেখা মিত্রের বেশ সুনাম রয়েছে শহরে। সকলেই তাকে ডগ মাদার নামে চেনেন। নিজের বাড়িতেও একাধিক চার পেয়ে পোষ্য রয়েছে তার। এছাড়াও রাস্তার চার পেয়ে কুকুর বিড়াল সকলের দেখভাল করেন নিজের সাধ্যমত। এই পশু প্রেমের জন্য একাধিকবার বিভিন্ন কটাক্ষের শিক্ষার হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তাকে দমানো যায়নি। মানুষের তো দেখাশোনা করার মত যত্ন নেওয়ার মতো পরিবার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব রয়েছে। কিন্তু পথ পশুদের দেখাশোনার মতো তো কেউ নেই। তাই তাদের যদি দুবেলা আমরা একটু দেখাশোনা করি খেতে দি তাহলে তাতে ক্ষতি কি আছে। এই ধরনের মন্তব্য করে অভিনেত্রী অনেকবার সমালোচনার শিকার হয়েছিলেন। কিন্তু সব সময় তিনি উচিত জবাব দিয়েছেন।

Comments are closed.