কেন্দ্রের ইউপিএসসি পরীক্ষার প্রশ্নপত্রে বাংলার ভোট সন্ত্রাস প্রসঙ্গ, সরব তৃণমূল-সিপিএম

ইউপিএসসি পরীক্ষার প্ৰশ্নপত্রে বাংলার ভোট সন্ত্রাস। যা নিয়ে সরব হয়েছে তৃণমূল ও সিপিএম। জানা গেছে, অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদের পরীক্ষায় বাংলার ভোট সন্ত্রাস নিয়ে ২০০ শব্দের রিপোর্ট লিখতে বলা হয়।

এছাড়াও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের পরীক্ষায় রচনাধর্মী প্রশ্নের বিষয় ছিল ভারতে রাজনীতিই লাভজনক পারিবারিক ব্যবসা। পাশাপাশি, দিল্লিতে অক্সিজেন সিলিন্ডারের সঙ্কটের প্রসঙ্গ উঠে এসেছে প্ৰশ্নপত্রে। দিল্লিতে ১ বছর ধরে চলতে থাকা কৃষক আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত আখ্যা দিয়ে রচনাধর্মী বিষয়ে লিখতে দেওয়া হয় কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত।

কিন্তু কেন্দ্রীয় পরীক্ষায় রাজনৈতিক প্রসঙ্গ কেন? দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের কথায় স্বয়ংশাসিত সংস্থায় রাজনীতি করছে বিজেপি। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অভিযোগ করে বলেন, সমস্ত সংস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার।

উল্লেখ্য, বাংলায় ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে হাইকোর্টের নির্দেশে রাজ্যে আসে জাতীয় মানবাধিকার কমিশন। তাদের রিপোর্টে রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। কমিশনের রিপোর্ট ত্রুটিযুক্ত এবং কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিজেপির পক্ষপাতদুষ্টের অভিযোগ এনেছে রাজ্য। এরমধ্যে ইউপিএসসির সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের প্রশ্নে বাংলার ভোট সন্ত্রাসের প্রসঙ্গ উঠে এল।

Comments are closed.