পঞ্চমীতে ছিটেফোঁটা বৃষ্টি হয়নি। তাই বৃহস্পতিবার রাতে কলকাতার পুজো প্যান্ডেলগুলিতে উপচে পড়েছিল জনতার ঢল। আর শুক্রবার ষষ্ঠীর সকালেও ঝকমকে রোদ মেখে মণ্ডপে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। পুজোর আনন্দে মাথ্যব্যথা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। তবে শুক্রবার কিছুটা আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দফতর। পুজোর দিনগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া বড় ঝড়-জলের আশঙ্কা নেই বলেই পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়ার চরিত্র মোটামুটি একই থাকছে। মাঝে মধ্যে হালকা বৃষ্টি এসে ভিজিয়ে দিতে পারে মণ্ডপ। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী ৪৮ ঘন্টায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অংশগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
এদিকে মহাষষ্ঠীর রাতের অপেক্ষায় থাকেনি কলকাতাবাসী। সকাল থেকেই উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপগুলিতে ঠাসাঠাসি ভিড় হচ্ছে। সবার প্রার্থনা একটাই, এভাবেই পুজোটাও উতরে যাক।
Comments