নীতীশের মন্ত্রিসভায় জায়গা ৩১ জনের, শপথ নিলেন লালু প্রসাদের বড় ছেলেও 

গত সপ্তাহে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী পদে বসেছেন তেজস্বী যাদব। মঙ্গলবার মন্ত্রিসভার সম্প্রসারণে ৩১ জন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। যেখানে লালু প্রসাদের দল থেকে ১৬ জন বিধায়ক জায়গা পেয়েছেন এবং নীতীশ কুমারের দল জেডিইউ থেকে ১১ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সম্ভবনা মতোই মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপ যাদব। আগের মহাগটবন্ধন সরকারেও তিনি মন্ত্রী ছিলেন। 

JDU, RJD ছাড়াও কংগ্রেসের ২ বিধায়ক মন্ত্রিত্ব পেয়েছেন। এছাড়াও জিতন র্যাম মাঝির হিন্দুস্থান আওয়াম মোর্চারও প্রতিনিধি থাকছে নীতীশের মন্ত্রিসভায়। জানা গিয়েছে, বিধান পরিষদেরও সদস্যরাও মন্ত্রিসভায় থাকবেন। তেজ প্রতাপ ছাড়াও মঙ্গলবার মন্ত্রী হিসেবে হিসেবে শপথ নিয়েছেন ললিত যাদব, সুরেন্দ্র যাদব। 

 উল্লেখ্য, গত সপ্তাহতেই বিহারের রাজনীতিতে নাটকীয় পালাবদল ঘটে। বিজেপির হাত ছেড়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন নীতীশ কুমার। আর তার ২৪ ঘন্টার মধ্যেই আরজেডি, কংগ্রেস এবং বাম দলগুলোর সমর্থন নিয়ে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। গত ১০ আগস্ট মুখ্যমন্ত্রী পদে নীতিশ কুমার এবং উপ মুখ্যমন্ত্রী পদে তেজস্বী যাদব শপথ নেন। 

    

Comments are closed.