অরুণাচলে ভয়াবহ তুষারধসে নিখোঁজ ৭ ভারতীয় জওয়ান

অরুণাচলে ভয়াবহ তুষারধসে নিখোঁজ ৭ ভারতীয় জওয়ান। জওয়ানদের উদ্ধার করতে ইতিমধ্যেই নামানো হয়েছে বিশেষ উদ্ধারকারী দল। যদিও এখনও কাউকে উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী দল।

হেলিকপ্টারে করে উদ্ধারকারী দল অনুসন্ধান চালাচ্ছে। অরুণাচল প্রদেশের কামেঙ সেক্টরে হাই আল্টিটিউড এরিয়াতে তুষারধস হয়। অল ইন্ডিয়া রেডিও নিউজের পক্ষ থেকে একটি টুইট করে এই খবর জানানো হয়। রবিবার সেনার এক পেট্রলিং টিম ওই এলাকায় টহল দিতে গিয়েছিল। সেইসময় আচমকা পাহাড়ের তুষারধস নামে। নিমেষের মধ্যে পুরো এলাকা বরফে ঢেকে যায়। আর নিখোঁজ হয়ে পড়েন ৭ জওয়ান। উল্লেখ্য, অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের কাছে দারিয়া হিলএলাকায় ৩৪ বছর পর বরফ পড়েছে। চলতি মাসেই শুরু হয়েছে তুষারপাত।

গত বছরও উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশিমঠের তপোবনে নন্দাদেবী হিমবাহে ধস নামে। ধসে আটকে পরে অনেক মানুষ। মৃত্যুও হয় অনেকের।

Comments are closed.