নিউটাউনের বলাকা আবাসনে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ এক বৃদ্ধা

নিউটাউনের বলাকা আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ‘বি’ ব্লকের দোতলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়। ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন এক বৃদ্ধা। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ফ্ল্যাটেই একাই থাকতেন ওই বৃদ্ধা। জানা গিয়েছে, বৃদ্ধাকে বাইরে থেকে তালাবন্ধ করে তাঁর ছেলে কাজে চলে যান। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৫ টি ইঞ্জিন।

এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের অন্যান্য বাসিন্দারা। ভয়ে সবাই ছাদে উঠে পড়েন। দমকলের পক্ষ থেকে বলা হয়েছে, আবাসনের সব বাসিন্দাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। নিউ টাউনের বহু পুরনো বলাকা আবাসন। বহু পরিবার এখানে বাস করেন। দমকলের প্রাথমিক অনুমান, রান্নাঘরে সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার ফলেই এই আগুন লেগেছে। এই ঘটনার পর আবাসনে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। আবাসনের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ কয়েকবছর ধরে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই বলে অভিযোগ জানিয়েছিলেন বাসিন্দারা। তবুও কোনও ব্যবস্থা করা হয়নি।

Comments are closed.