জানেন কীভাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মূল্যায়ন? জানাল পর্ষদ-সংসদ

করোনার কারণে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা যে বাতিল, তা জানা গিয়েছিল আগেই। এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মূল্যায়নের নীতি প্রকাশ করল পর্ষদ ও সংসদ। জুলাই মাসেই প্রকাশ হবে ফল। ২৩ জুনের মধ্যে স্কুলকে নম্বর জমা করতে হবে।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন কীভাবে হবে, তা জানিয়ে দেওয়া হল। নবম শ্রেণির মার্কশিট এবং দশম শ্রেণিতে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে মাধ্যমিকের ফল তৈরি করা হবে। এক্ষেত্রে নবমের মার্কশিট ও দশমের ইন্টারনালের ওজন বিন্যাস ৫০-৫০। অর্থাৎ দুই শ্রেণির ক্ষেত্রেই সমান।

উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে বিশেষ গাণিতিক পদ্ধতিতে দেওয়া হবে মার্কশিট। সেক্ষেত্রে, ২০১৯ সালের মাধ্যমিকের সর্বাধিক প্রাপ্ত নম্বরের নিরিখে চারটি বিষয় থেকে ৪০ শতাংশ, ২০২০ সালের একাদশ শ্রেণির লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ৬০ শতাংশ ও দ্বাদশের প্রজেক্ট ২০ নম্বর ও প্র্যাক্টিকাল ৩০ নম্বরের গড় হিসাব করে মার্কশিট দেওয়া হবে।

মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক, এই মূল্যায়ন পদ্ধতিতে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার পরীক্ষায় বসতে পারবে পড়ুয়ারা। সেক্ষেত্রে সর্বশেষ মার্কশিটকে প্রামাণ্য ধরা হবে। পরিস্থিতিতে এ বছর বাতিল হয়ে যায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা।

করোনাকালে রাজ্যের গঠিত বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট এবং জনরায়ের ভিত্তিতে এবছর বাতিল হয় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই অবস্থায় এই দুই পরীক্ষার ২১ লক্ষ পরীক্ষার্থীর মার্কশিট তৈরি হবে, তা নিয়ে কৌতুহল ছিল। শুক্রবার মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক সংসদ ঘোষণা করল নয়া ফর্মুলা।

Comments are closed.