রাজ্যে ফের করোনা আক্রান্তের হদিশ, স্কটল্যান্ড ফেরত হাবড়ার তরুণির শরীরে মিলল ভাইরাস, রাজ্যে মোট ৩ আক্রান্ত
রাজ্যে আরও এক করোনা আক্রান্তের হদিশ মিলল। এবার উত্তর ২৪ পরগনার হাবড়ায়। সূত্রের খবর, হাবড়ার বাসিন্দা ওই ছাত্রী সম্প্রতি স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন। তাঁর শরীরে নানারকম উপসর্গ দেখা দেয়। শুক্রবার রাতে তাঁর শরীরে করোনাভাইরাসের জীবাণু মেলে। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে রাজ্যে ৩ জনের শরীরে এই ভাইরাসের জীবাণু মিলল।
এর আগে রাজ্যে আরও ২ জনের শরীরে করোনা জীবাণু মিলেছে। তবে এই ৩ জনই বিদেশ থেকে এসেছিলেন। সেখান থেকেই তাঁরা এই ভাইরাস বহন করে নিয়ে এসেছেন। রাজ্যের পক্ষ থেকে সমস্তরকম সাবধানতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যের ৭ কোটিরও বেশি মানুষকে চাল বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা ব্যানার্জি।
রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও মানুষ অযথা আতঙ্ক ছড়াবেন না। সতর্ক থাকবেন। কিন্তু এর আগের দু’জনের মতো এই তরুণীও গত কয়েকদিনে কোথায় গিয়েছেন, কাদের সঙ্গে মিশেছেন, তার খোঁজ করছে রাজ্য প্রশাসন।