গেলেন না নিজাম প্যালেসে, SSKM-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি অনুব্রত 

সম্ভবনা ছিল বুধবার সিবিআইয়ের তলবে নিজাম প্যালেসে যাবেন অনুব্রত মন্ডল। মঙ্গলবার রাতে কলকাতা আসার পর সেই সম্ভবনা আরও জোড়ালো হয়। কিন্তু বুধবার বেলা গোড়াতেই নাটকীয় মোড় নিল ঘটনাক্রম। নিজাম প্যালেসের বদলে অনুব্রতর গাড়ি ঢুকল এসএসকেএম হাসপাতালে। বর্তমানে উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর কেবিনে শারীরিক পরীক্ষা চলছে তাঁর। গঠিত হয়েছে মেডিক্যাল টিম। হাসপাতাল সূত্রে খবর অনুব্রতর বুক ও পেটের সমস্যা রয়েছে। 

বুধবার বেলা ১১ টায় অনুব্রতর সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা। সূত্রের খবর অ্যাডিশনাল এসপি-র নেতৃত্বে একটি ৫ সদস্যের টিম প্রস্তুত ছিল অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু জানা গিয়েছে অনুব্রত বা তাঁর আইনজীবী মারফত এখন হাজির হতে না পারা নিয়ে কোনও কিছু সিবিআইকে জানানো হয়নি। সেক্ষত্রে তদন্তকারী আধিকারিকরা এখনও তাঁর অপেক্ষা করছে বলেই খবর। 

উল্লেখ্য এর আগেও চার বার সিবিআই তলব করলেও হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত। শারীরিক অসুবিধা এবং নানান কারণে তিনি নিজাম প্যালেসে যাননি। এদিকে শেষ হাজিরার সময় আদালতে রক্ষা কবচ চেয়ে আবেদন করেছিলেন বীরভূমের জেলা সভাপতি। কিন্তু সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ দু’জায়গাতেই অনুব্রতর আবেদন খারিজ হয়ে যায়। এর পরেই মঙ্গলবার বীরভূম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর ছিল, অনুব্রত নিজাম প্যালেসে যাবেন। যদিও এদিন তিনি তা করলেন না। 

Comments are closed.