হিমাচলপ্রদেশে ভয়াবহ স্কুল বাস দুর্ঘটনা, মৃত্যু কমপক্ষে ১৬ জনের, টুইট করে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

ভয়াবহ স্কুলবাস দুর্ঘটনা হিমাচল প্রদেশের কুলুতে। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬ জনের। এদের মধ্যে বেশিরভাগ পড়ুয়া। সোমবার সকালে স্কুলবাসটি কুলু জেলার জংলা এলাকা থেকে সাঁজ ভ্যালির দিকে যাচ্ছিল। সেইসময় নেউলি সানশের রোডের কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খাদে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ,উদ্ধারকারী দল। আহত পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লিখেছেন, কুলুতে বাস দুর্ঘটনার খবর মর্মান্তিক। স্বজনহারাদের প্রতি আমার সমবেদনা। আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বিপর্যয় মোকাবিলা ফান্ড থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন তিনি।

পাশাপাশি টুইট করে শোকপ্রকাশ করেছেন হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। তিনি জানিয়েছেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে সমবেদনা।

উল্লেখ্য, শনিবার মালদার ইংরেজবাজারে একটি দুর্ঘটনা হয়। গুরুতর আহত হন বেশ কয়েকজন পড়ুয়া। পাল্টি খেতে খেতে বাসটি অনেক নীচে পড়ে যায়। বাসের সামনের অংশ দুমড়ে যায়।

Comments are closed.