দুর্গা রুপী ঊর্মি, মহিষাসুর রুপী রিনিকে দেখে হেসে লুটোপুটি খাওয়ার অবস্থা দর্শকদের! মহালয়া দেখে হাসি থামাতে পারছেন না দর্শকরা

শুরু হয়ে গেছে পুজোর দিন গোনা। রাস্তা – ঘাটে, দুর্গা মন্ডপে সব জায়গাতেই পুজোর আমেজ। পুজোর স্পর্শ লেগে গেছে টেলিভিশনেও। বিভিন্ন বাংলা সিরিয়ালে চলছে পুজো স্পেশাল পর্ব। অসংখ্য বাংলা সিরিয়ালের মধ্যে পুজো স্পেশালে হঠাৎ নজর কেড়ে নিল জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi)। গতকাল মহালয়া উপলক্ষে এই সিরিয়ালে বিশেষ পর্বে দেখানো হয়েছিল মা দুর্গা ও অসুরের যুদ্ধ।

আর পাঁচটা বাংলা সিরিয়ালের মত এই সিরিয়ালে পারিবারিক কূটকচালি থাকলেও গল্পটি একটু অন্যরকম। গল্পের নায়িকা ও ভিলেনের নানান ধরনের মজার দৃশ্য দেখে আনন্দ পান দর্শকরা। এই সিরিয়ালটিতে এবার উর্মি ও রিনির মহালয়ার যুদ্ধ নজর কেড়ে নিল দর্শকদের।

সিরিয়ালের গল্প অনুযায়ী উৎসব উপলক্ষে সরকার বাড়িতে নাটকের আসর বসেছিল। সেখানে উর্মি সেজেছেন দুর্গা, রিনি হয়েছেন অসুর। গয়না পড়ে রীতিমত সাবেকি সাজে দুর্গার চরিত্রে অভিনয় করছিলেন উর্মি। অপরদিকে অদ্ভুতভাবে গোঁফ এঁকে অসুর হয়েছিলেন রিনি। এদের লড়াইয়ের অস্ত্রগুলোও ছিল বেশ মজার।

সিরিয়ালে দর্শকরা দেখলেন,ঢাল হিসেবে থালা, ত্রিশূল হিসেবে ঝাড়ু হাতে যুদ্ধ করছেন মা দুর্গা ও অসুর। পরিবারের ছোট ছোট কচিকাঁচারা কেউ সেজেছিলেন গণেশ, আবার কেউ কার্তিক। কেউ কেউ আবার মা লক্ষ্মী ও দেবীর সরস্বতীর সাজে অবতীর্ণ হয়েছিলেন। এসবের মাঝেই নজর কেড়ে নিয়েছে উর্মি ও রিনির সাজ। গা ভর্তি গয়না নিয়ে এক হাতে ঝাঁটা ও অন্য হাতে থালা নিয়ে যুদ্ধ করছেন উর্মি। মা দুর্গার এহেন রূপ দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন দর্শকরা। সবমিলিয়ে সম্পূর্ণ ভিন্ন রকম ভাবে ‘এই পথ যদি না শেষ হয়’ উদযাপন করলো বিশেষ মহালয়া পর্ব।

Comments are closed.