প্রজম্মের পর প্রজন্ম তাঁর গান মনে রাখবে, বাপি লাহিড়ীর মৃত্যুর পর জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাপ্পি লাহিড়ীর সঙ্গে ছবি দিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী।

টুইট

টুইটে তিনি লিখেছেন, শ্রী বাপ্পী লাহিড়ী জির সঙ্গীত ছিল সমস্ত জুড়ে। বিভিন্ন আবেগকে তিনি সঙ্গীতের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন। প্রজন্ম ধরে মানুষ তাঁর গান মনে রাখবে। তাঁর প্রাণবন্ত স্বভাব সবাই মিস করবে। সঙ্গীত শিল্পীর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন মোদী। শেষে তিনি লিখেছেন, ওম শান্তি।

মঙ্গলবার মধ্যরাতে বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোকপ্ৰকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও শোকজ্ঞাপণ করেছেন। উত্তরবঙ্গের একটা ছেলে নিজের প্রতিভার মাধ্যমে কাজের জায়গায় সুপ্রতিষ্ঠিত হয়েছেন বলে জানিয়েছেন মমতা ব্যানার্জি।

রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। শ্রীরামপুর কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন।

Comments are closed.