বাতিল একাদশ শ্রেণির পরীক্ষা, নিজের স্কুলেই উচ্চমাধ্যমিক, বিজ্ঞপ্তি সংসদের

বেড়ে চলা করোনার জের, বাতিল একাদশ শ্রেণীর পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এদিন জানানো হল এদিন।

সেই সঙ্গে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজের নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারবেন। একাদশ শ্রেণীর পরীক্ষা না দিয়েই পড়ুয়াদের দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ন করার সিদ্ধান্ত নিয়েছে সংসদ। পাশাপাশি এদিন আরও জানানো হয়, ক্লাস শুরু হলে ৩ মাসের মধ্যেই সিলেবাস শেষ করতে হবে।

Comments are closed.