কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা খড়দহের মৃত TMC প্রার্থী কাজল সিনহার স্ত্রীর
উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনের বিরুদ্ধে মামলা করলেন প্রয়াত কাজল সিনহার স্ত্রী
করোনা সংক্রমিত হয়ে আমার স্বামীর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর জন্য একমাত্র দায়ী নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনের বিরুদ্ধে মামলা করলেন প্রয়াত কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা।
একুশের বিধানসভা নির্বাচনে খড়দহ কেন্দ্রে তৃণমূল প্রার্থী ছিলেন কাজল সিনহা। ষষ্ঠ দফার ভোট ছিল খড়দহে। কিন্তু এর আগেই ২০ এপ্রিল করোনা পজিটিভ হয় কাজল সিনহার। এর পর ২৫ এপ্রিল বেলেঘাটা আইডি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মৃত্যু একদিন পরে প্রয়াত তৃণমূল প্রার্থীর স্ত্রী কমিশনারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন খড়দহ থানায়।
অভিযোগপত্রে শুধু নিজের স্বামী কাজল সিনহা নামই নয় একই সঙ্গে রাজ্যে করোনায় মৃত্যু হওয়া আরও দুই প্রার্থীর নাম উল্লেখ করেছেন নন্দিতা সিনহা। তাঁর অভিযোগ, যখন রাজ্যে করোনা পজিটিভ কেস ৯৫ হাজার ছাড়িয়েছে তখন রাজ্যে ৮ দফার ভোট চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রাখল কমিশন। অন্যদিকে পশ্চিমবঙ্গ বাদে বাকি রাজ্যগুলিতে ১,২ এবং ৩ দফায় ভোট শেষ। সেখানে ৮ দফার ভোট বাংলায় কেন করা হল? প্রশ্ন করেছেন করোনায় মৃত তৃণমূল নেতা তথা প্রার্থী কাজল সিনহার স্ত্রী নন্দিতা।
Comments are closed.