জামিন পেলেন না অনুব্রত, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ 

অনুব্রতর জামিনের আবেদন খারিজ করলো  সিবিআইয়ের বিশেষ আদালত। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি। 

১৪ দিন সিবিআই হেফাজতের পর বুধবার অনুব্রতকে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়। সেখানে অনুব্রতর আইনজীবী বলেন, তাঁর মক্কেল শারীরিকভাবে ভীষণ অসুস্থ। তাঁকে জামিন দেওয়া হোক। এমন কী অনুব্রত মণ্ডলের আইনজীবী শর্তসাপেক্ষে জামিনেরও আবেদন করেন। 

যদিও এদিনও ফের একবার সিবিআইয়ের তরফে প্রভাবশালী তত্বের ওপর জোর সওয়াল করা হয়। সিবিআইয়ের দাবি, তাঁরা গোরু পাচার মামলায় তদন্তে অনেকটাই এগিয়ে এনেছে। একাধিক অভিযুক্তকে জিজ্ঞেস করে অনুব্রতর নাম উঠে এসেছে। তাই তিনি ছাড়া পেলে তদন্তে প্রভাব খাটাতে পারে। দু’পক্ষের সওয়াল জবাব শেষে অনুব্রতকে বিচারক ১৪ দিনের জেল হেফাজত দেন। 

Comments are closed.