পিকের মন্তব্য বুঝতে ভুল হয়েছে, গোয়া থেকে পিকের মন্তব্যের ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

পিকের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। ও বলতে চেয়েছে বিজেপিকে সরাতে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। কিন্তু কংগ্রেস যেভাবে লড়াই করছে সেভাবে লড়াই করলে বিজেপিকে হটানো সম্ভব হবে না। গোয়া থেকে পিকের মন্তব্যের ব্যাক্ষা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হারুক বা জিতুক, আগামী কয়েক দশক ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকছে বিজেপি। একটি অনুষ্ঠানে গিয়ে এমনই জানিয়েছিলেন প্রশান্ত কিশোর। তিনি জানিয়েছিলেন, হারুক বা জিতুক আগামী কয়েক দশক ভারতীয় রাজনীতির কেন্দ্রেই থাকছে বিজেপি। ঠিক যেমনটা প্রথম ৪০ বছর কংগ্রেসের অবস্থা ছিল।

শনিবার গোয়ার ডোনা পাওলার ইন্টারন্যাশনাল সেন্টারে আঞ্চলিক দলগুলিকে ঐক্যবদ্ধ করতে মমতা বলেন, চাই না ভোট ভাগাভাগি হোক। বিজেপি-কংগ্রেস সমঝোতা করে নিয়েছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করছে না কংগ্রেস। আমার বিরুদ্ধে লড়াই করছে।

এদিন তৃণমূল নেত্রী ফের আঞ্চলিক দলগুলিকে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার বার্তা দেন। তিনি বিলেন, দেশের সব জায়গায় যাওয়ার অধিকার আছে আমার। কিন্তু আমাকে আর আমার দলকে বাধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, গোয়ার মানুষের অনেক সমস্যা রয়েছে। সেইসব সমস্যার বিরুদ্ধে লড়াই করবে আমার দল। শুক্রবারের মতন শনিবারও মমতা বলেন, কোনওমতেই বিজেপির আছে মাথা নিচু করব না। তৃণমূলনেত্রীর কথায়, গোয়ার সঙ্গে বাংলার মিল ফুটবলে। বাংলার সাংস্কৃতিক যেমন উন্নত তেমন গোয়ার সংস্কৃতিও অনেক উন্নত।

তিনদিনের গোয়া সফরে গেছেন মমতা ব্যানার্জি। শনিবার বাংলায় ফিরে আসার কথা তৃণমূল নেত্রীর। এদিন তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেন গোয়ার আঞ্চলিক দল গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সারদেশাইই। পেট্রোল-ডিজেলের দাম নিয়েও সরব হন মমতা ব্যানার্জি। সারা দেশে বেকারত্বে হার বাড়ছে আর পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে যাচ্ছে বিজেপি।

Comments are closed.