মঙ্গলবার অর্জুন সিংহকে CID তলব, দুর্নীতি মামলায় করা হবে জিজ্ঞাসাবাদ

বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটপাড়ার মজদুর ভবনে অর্জুনের বাড়ি যান সিআইডি অফিসাররা। জানা যাচ্ছে, সেই সময়ে অর্জুন বাড়িতে ছিলেন না

আর্থিক দুর্নীতি, জালিয়াতি, প্ৰতরণার অভিযোগে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহকে ভবানী ভবনে তলব করল সিআইডি। ২৫ মে সকাল ১১ টায় গোয়েন্দা দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি সাংসদকে ।

ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান পদে থাকাকালীন সাড়ে ৪ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে অর্জুনের বিরুদ্ধে। সেই বিষয় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটপাড়ার মজদুর ভবনে অর্জুনের বাড়ি যান সিআইডি অফিসাররা। জানা যাচ্ছে, সেই সময়ে অর্জুন বাড়িতে ছিলেন না। বেশ কিচ্ছুক্ষণ অপেক্ষা করেন আধিকারিকরা। শেষে অর্জুনের দেখা না পেয়ে তাঁর বাড়িতে নোটিস লাগিয়ে আসেন রাজ্যের তদন্তকারী দল।
অর্জুনের সঙ্গে দুর্নীতি মামলায় তাঁর ভাইপোকেও নোটিস দেওয়া হয়েছিল সিআইডির তরফে। ১৫ তারিখ তাঁকে ভবানী ভবনে ডাকা হয়েছে।

কয়েকবছর আগে ভাটপাড়ার সমবায় ব্যাঙ্ক থেকে অবৈধ ভাবে ২০ কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ২০১৮ এর অক্টোবর মাসে ১৩ কোটি টাকা ঋণ হিসেব দেওয়াও হয়েছিল ভাটপাড়া পৌরসভার এক কন্ট্রাক্টরকে। কিন্তু তনদন্তে জানা যায় টাকা ঠিকাদারের একাউন্টে যায়নি। ঘটনার জেরে এক আধিকারিক সহ ওই ঠিকাদারকে গ্রেফতার করা হয়।

এই বিপুল অঙ্কের টাকার দুর্নীতির অভিযোগ ওঠে অর্জুনের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি সাংসদের হস্তক্ষেপে ভাটপাড়া চেয়ারম্যান রিলিফ ফান্ডের১৩ কোটি টাকা একটি বেনামি অ্যাকাউন্টে জমা হয়েছে। পুরো ঘটনার জেরে বিজেপি নেতার বাড়িতে তল্লাশিও চালানো হয়।

এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে অর্জুন সিংহ বলেন, মমতা ব্যানার্জি প্রতিহিংসার রাজনীতি করেছেন। ওনার দুই মন্ত্রী এক বিধায়ককে গ্রেফতার করেছে সিবিআই, তারই পাল্টা হিসেবে উনি এসব করছেন। হাজিরা প্রসঙ্গে বলেন, ২৫ তারিখ ঝড় আসতে পারে, তার উপর এখন কোভিড চলছে, যাবো কিনা এখনও ভেবে দেখিনি।

Comments are closed.