স্বস্তি, আক্রান্ত যুবকের বাবা-মায়ের শরীরে মেলেনি করোনাভাইরাসের জীবাণু

স্বস্তি রাজ্যের। করোনাভাইরাসে আক্রান্ত কলকাতার যুবকের বাবা-মায়ের শরীরে এই মারণ ভাইরাসের জীবাণু মেলেনি। গত ১৫ মার্চ রাজ্যের এক উচ্চপদস্থ আমলার ছেলে ইংল্যান্ড থেকে দেশে ফেরেন। মঙ্গলবার তাঁর শরীরে করোনাভাইরাসের হদিস মেলে। এরই মধ্যে রাজ্য প্রশাসনের উদ্বেগ আরও বৃদ্ধি পায়, কারণ ওই আমলা সোমবারই দীর্ঘক্ষণ নবান্নে ছিলেন। ফলে তাঁর ছেলের শরীর থেকে এই জীবাণু অন্য কারও শরীরে প্রবেশ করেছে কিনা তা নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়। মঙ্গলবার রাতেই আক্রান্তার বাবা-মা এবং তাঁদের গাড়ির চালককে আলাদা করে কোয়ারেন্টিনে রাখা হয়।
বুধবার স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আক্রান্তের বাবা-মা কিংবা তাঁদের চালকের দেহে এই ভাইরাসের জীবাণু মেলেনি। যদিও তা সত্ত্বেও সমস্ত সাবধানতা অবলম্বন করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সমস্ত মানুষকে সতর্কতা অবলম্বন করতে বারবার জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

Comments are closed.