ভারতে প্রথম করোনাভাইরাসের জীবানু মিলল কেরলে, সমস্ত রাজ্যকে সতর্কবার্তা কেন্দ্রের

এবার ভারতে থাবা বসালো করোনাভাইরাস। দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ মিলল কেরলে। কেরলের বাসিন্দা এবং চিনের উয়ান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সম্প্রতি দেশে ফিরে আসেন। তাঁর শরীরে করোনাভাইরাসের জীবানু মিলেছে। তাঁকে একদম আলাদাভাবে রেখে চিকিৎসা করা হচ্ছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

ইতিমধ্যেই এই করোনাভাইরাসে চিনে ১৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত কয়েক হাজার। রীতিমতো মহামারীর আকার নিয়েছে এই মারণ ভাইরাস। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের ২১ টি বিমানবন্দরকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। করোনাভাইরাস ঠেকাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, কেরলের ছাত্রকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাঁর অবস্থা স্থিতীশীল।

Comments are closed.