গান স্যালুটে বিদায় জানানো হবে সঙ্গীতশিল্পীকে, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী নিজে, ঘোষণা মমতার

তারাদের দেশে সঙ্গীতশিল্পী কেকে। শোকস্তব্ধ দেশের সঙ্গীতমহল। শিল্পীর মৃত্যুতে তাই ইতিমধ্যেই শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইটে তিনি লিখেছেন, ‘বলিউডের প্লে ব্যাক গায়ক কে কে-র আকস্মিক ও অকালমৃত্যুতে আমরা মর্মাহত। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা, তাঁর আচার-অনুষ্ঠান, শেষকৃত্য ও পরিবারকে সাহায্য করতে রাত থেকেই কাজ করছেন আমার সহকর্মীরা। তাঁর মৃতুতে গভীর সমবেদনা জানাই।’

পাশাপাশি বাঁকুড়ার সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গান স্যালুটে বিদায় জানানো হবে শিল্পীকে। সম্ভব হলে আমিও যাব তাঁকে শ্রদ্ধা জানাতে। তিনি জানান, তাঁর স্ত্রী জ্যোতিকৃষ্ণর সঙ্গে ইতিমধ্যেই ফোনে কথা হয়েছে তাঁর।
মঙ্গলবার বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকের পর বুধবার বেলা ১২টার সময় সতীঘাটের কর্মিসভায় উপস্থিত হওয়ার কথা ছিল মমতার। কিন্তু এদিন নির্দিষ্ট সম্যের আগে সকাল ১০ টা৩৫ মিনিটেই মঞ্চে হাজির হন তিনি। বক্তব্যের শুরুতেই প্রয়াত সঙ্গীতশিল্পী কেকের অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Comments are closed.