দিল্লিতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

রাজধানী দিল্লিতে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ। নিহত কমপক্ষে ৪ জন। আহত আরও অনেকে। আহতরা স্থানীয় হাসপাতালে ভর্তি। মঙ্গলবার রাতে দিল্লির শাহাদরা এলাকার ফর্স বাজারের একটি বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের নয়টি ইঞ্জিন। প্রাথমিক অনুমান, রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। এরপর পুরো বাড়িতে আগুন লেগে যায়। পুরো ঘটনার তদন্তে নেমেছে দিল্লি দমকল বিভাগ।

রবিবার বিস্ফোরণে কেঁপে ওঠে জম্মু এয়ারফোর্স ক্যাম্প। বায়ুসেনার বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোনের সাহায্যে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। ড্রোন হামলায় জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। এরপর থেকেই জম্মু কাশ্মীরের আকাশে দেখা যাচ্ছে একের পর এক ড্রোন। এর মধ্যে দিল্লিতে সিলিন্ডার বিস্ফোরণ।

Comments are closed.