২ ফরাসি ‘বনাম’ ১ আর্জেন্টাইন; ঘোষণার ১ দিন আগে ফিফার বর্ষসেরা নিয়ে সরগরম ফুটবল মহল 

ফিফার বর্ষসেরা ফুটবলারের তালিকায় রয়েছেন লিওনেল মেসি, তাঁর ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপে এবং করিম বেনজেমা। অর্থাৎ নাগরিকত্বের দিক থেকে দেখতে গেলে দুই ফরাসি উল্টো দিকে এক আর্জেন্টাইন। ফুটবল প্রেমীদের একাংশের মতে ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচন যেন বিশ্বকাপ ফাইনালের কথা মনে করাচ্ছে। আর্জেন্টিনা বনাম ফ্রান্স। আর যা নিয়েই পুরস্কার ঘোষণার এক দিন আগে থেকেই ফের একবার সরগরম হয়ে উঠেছে ফুটবলমহল।

ফিফা বর্ষসেরা ফুটবল খেলোয়াড়ের নাম ঘোষণা করবে মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি। তার এক দিন আগেই মেসি, বনাম এমবাপে বনাম করিম বেনজেমা লড়াইয়ে দু’ভাগে বিভক্ত ফুটবল বিশ্ব। ফুটবল বিশেষজ্ঞদের একাংশ ত্রয়ীর লড়াইয়ে মেসি এবং এমবাপেকেই কিছুটা এগিয়ে রাখছে। তাঁদের মতে, চলতি মরশুমে দুর্দান্ত খেলেছে এমবাপে। পিএসজিকে লিগ ওয়ান জেতানোয় বড় ভূমিকা নিয়েছে। আবার বিশ্বকাপে সব থেকে বেশি গোলের মালিকও তিনি। সোনার বুট জয়ী। অন্যদিকে মেসির ঝুলিতেও রয়েছে সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ট্রফি, সোনার বল এবং ক্লাব ফুটবলে রেকর্ড সংখ্যক গোল।

এদিকে মেসিই হচ্ছেন ফিফার বর্ষসেরা প্লেয়ার। সোমবার এমনটাই দাবি করেছেন আর্জেন্টিনার এক ক্রীড়া সাংবাদিক। তাঁর দাবি, মেসিকে বর্ষসেরা ফুটবলার নির্বাচন করে ফরাসি ফুটবল সংস্থাকে বড় বার্তা দিতে চলেছে ফিফা। ওই আর্জেন্টাইন সাংবাদিকের দাবি সত্য কিনা, তার উত্তর মিলবে ২৮ ফেব্রুয়ারি।

Comments are closed.