কালীপুজোয় জোড়া ভ্যাকসিন নেওয়া থাকলেও দর্শকশূন্য থাকবে মণ্ডপ, জানিয়ে দিল হাইকোর্ট

কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোয় জোড়া ভ্যাকসিন নেওয়া থাকলেও দর্শকশূন্য থাকবে মণ্ডপ। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এমনকি কার্তিক পুজোতেও মণ্ডপ দর্শকশূন্য রাখার নির্দেশ দেয় হাইকোর্ট।

এরআগে দুর্গা পুজোয় হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, জোড়া ভ্যাকসিন নেওয়া থাকলে মণ্ডপে ঢোকা যাবে। অঞ্জলী দেওয়া যাবে। পুজোর দিনগুলিতে রাত্রীকালীন কারফিউ তুলে দেওয়া হয়। কিন্তু পুজোর পরেই দেখা যায় রাজ্যে কোভিড গ্রাফ উর্ধ্বগামী। করোনা নিয়ন্ত্রণে সোনারপুর-রাজপুর বাজার ৩ দিন বন্ধ রাখা হয়। প্রশ্ন ওঠে জগদ্ধাত্রী পুজোয় কি হবে? কিন্তু মঙ্গলবার জানা যায় চন্দননগরে জারি থাকবে নৈশকালীন কারফিউ। বুধবার হাইকোর্ট জানিয়ে দিল কালীপুজো, জগদ্ধাত্রী পুজো ও কার্তিক পুজোয় দর্শকশুন্য রাখতে হবে মণ্ডপ। 

Comments are closed.