১০০ দিনের কাজে দেশের সেরা শিরোপা পেল বাংলা, কর্মদিবস তৈরিতে দুই নম্বরে পশ্চিমবঙ্গ

দেশের সেরার তালিকায় ফের বাংলা নাম। ১০০ দিনের কাজে এই শিরোপা পেল বাংলা। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী ১০০ দিনের কাজে সবথেকে বেশী মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে বাংলায়।

কেন্দ্রের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষে ১০০ দিনের কাজে রাজ্যে ১,১১,২১,৮৭৪ জনের কর্মসংস্থান হয়েছে। MGNREGA- অথবা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্পে বিজেপি শাসিত অন্য রাজ্যগুলিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বাংলা। শুধু তাই নয় কর্মদিবস তৈরিতে দুই নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ ।

করোনা কালে কাজ হারিয়েছিলেন অহু মানুষ। নিজেই উদ্যোগ নিয়ে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেইসময় তিনি আশ্বাস দিয়েছিলেন, ১০০ দিনের কাজের প্রকল্পের মাধ্যমেই তাঁদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী সেই কথা রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই অন্য সব রাজ্যকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বাংলা। সেই সময় তিনি প্রত্যেক জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন কর্মহীন পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ১০০ দিনের কাজের মাধ্যমে পেট চালাতে সক্ষম হয়েছিলেন শ্রমিকরা।

এই সাফল্যে সোমবার বিধানসভায় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় বলেন, প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির সময় থেকেই কর্মদিবস তৈরি এবং সাধারণ মানুষকে কাজ দেওয়ার ক্ষেত্রে বাংলা সফল হয়েছে। এর আগেও প্রথম হয়েছি আমরা।

Comments are closed.