ভারত-পাক ম্যাচের আঁচ, কাশ্মীরি ছাত্রদের ওপর হামলা

ভারত-পাক ম্যাচের আঁচ পড়ল পঞ্জাবে। পাকিস্তানের কাছে ভারত হেরে যাওয়ার পর একদল কাশ্মীর পড়ুয়ার ওপর হামলা চালানো হল। পঞ্জাবের সাংগরুর ইঞ্জিনিয়ারিং কলেজের একাধিক কাশ্মীরি ছাত্রদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

ঘটনায় এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করেনি পুলিশ। পঞ্জাব পুলিশ দাবি করেছে ঘটনার পর ওই ইঞ্জিনিয়ারিং কলেজে যান তাঁরা। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে বলে দাবি পুলিশের। সোমবার সকালে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের সামনে উভয়কক্ষ ক্ষমা চেয়ে নিয়েছে।

কাশ্মীরি পড়ুয়াদের দাবি, আমরাও ভারতীয়। ম্যাচ দেখছিলাম, আমরা এখানে পড়াশোনা করতে এসেছি। ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কাশ্মীরি ছাত্ররা। তাঁদের অভিযোগ, হামলা চালানো হয়েছে তাঁদের ঘরেও।

ঘটনায় জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরনজিৎ সিংহের কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদন করেছেন এবং কাশ্মীরি ছাত্রদের আশ্বস্থ করার আবেদন করেছেন। ইতিমধ্যেই এই ঘটনার একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে কোথাও কাশ্মীরি পড়ুয়াদের ঘরের সমস্ত আসবাব ভেঙে দেওয়া হচ্ছে। রবিবার রাতে টি-২০ বিশ্বকাপে ১০ উইকেটে ভারতকে হারিয়ে দেয় পাকিস্তান।

Comments are closed.