ভিড় থেকে চেয়ে নিলেন মুড়ি, ‘গ্যাস সিলিন্ডার’; GST-এর বিরোধিতায় ২১ মঞ্চ থেকে অভিনব প্রতিবাদ মমতার

বিরোধী নেত্রী হিসেবে তাঁর লড়াইকে বিরোধীরাও কুর্নিশ জানায়। সিপিএমের বিরুদ্ধে তাঁর আন্দোলন ভারতের রাজনৈতিক ইতিহাসে কার্যত দৃষ্টান্ত তৈরি করেছে। রাজ্যে মুখ্যমন্ত্রীর আসনে বসলেও দেশের রাজনীতিতে তিনি এখনও বিরোধী নেত্রী। ২১ বিধানসভা ভোটে জয়ের পর কার্যত প্রধান বিরোধী নেত্রী হওয়ার পথেও কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন। এই আবহে বৃহস্পতিবার ২১ মঞ্চ থেকে কেন্দ্রীয় নীতির সমালোচনা করতে গিয়ে অভিনব পথ বেছে নিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

প্যাকেটজাত পণ্যে GST বসানো নিয়ে কেন্দ্রেকে তীব্র আক্রমণ করেছিলেন। মুড়ি, চিড়ের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর জিএসটি চাপানোর প্রতিবাদ করছিলেন তিনি। কেন্দ্রের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, “মুড়িতেও জিএসটি?” এরপরেই মঞ্চের সামনে উপস্থিত সমর্থকদের ভিড়কে উদ্দেশ্য করে তৃণমূল নেত্রী বলেন, “এই কেউ একটু মুড়ি নিয়ে এসো তো? হাতের সামনে আছে?” সামনের কর্মীদের মধ্যে একজন টিফিনের জন্য নিয়ে আসা মুড়ি মঞ্চের দিকে বাড়িয়ে দিলেন। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং মুখ্যমন্ত্রীর দেহরক্ষী সেই মুড়ি নিয়ে পডিয়ামের দিকে গেলেন। কর্মীদের দেওয়া মুড়ি হাতে নিয়ে বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ ছুঁড়ে দিলেন মমতা। তাঁর কথায়, ” মুড়িতেও জিএসটি? বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না?” সেই সঙ্গে অন্যান্য জিনিসেও জিএসটি বসানোর তীব্র প্রতিবাদ করেন তিনি।

একই ভাবে রান্নার গ্যাসের দাম বাড়ানো নিয়েও প্রতিবাদের সময় সমর্থকদের কাছ থেকে গ্যাস সিলিন্ডার রেপ্লিকা চেয়ে নেন মুখ্যমন্ত্রী। অভিনেতা তথা সাংসদ দেব’কে অনুরোধ করেন সেই রেপ্লিকা নিয়ে মঞ্চে দাঁড়াতে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, শুধু বক্তৃতা বা সভা, মিটিং মিছিল নয়, কর্মী সমর্থকদের সরাসরি প্রতিবাদের অংশীদার করতে পারেন তৃণমূল নেত্রী। আজও তিনি যেন তেমনটাই করতে চেয়েছেন। কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করতে এক সাধারণ সমর্থকের আনা মুড়িকেই হাতিয়ার করেছেন তৃণমূল নেত্রী। আর এখানেই যেন অন্যদের থেকে একটু আলাদা তৃণমূল সুপ্রিমো।

Comments are closed.