এক বাসেই শিলিগুড়ি থেকে যাওয়া যাবে নেপাল, ভাড়া কত জানেন?

এক বাসেই শিলিগুড়ি থেকে যাওয়া যাবে নেপাল। চালু হল শিলিগুড়ি-কাঠমাণ্ডু NBSTC বাস পরিষেবা। উদ্বোধন করলেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার শিলিগুড়ির তেনজিং নোরগে জংশন থেকে NBSTC-র শিলিগুড়ি-কাঠমান্ডু বাস দুটির উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NBSTC-র চেয়ারন্যান পার্থ প্রতিম রায় সহ প্রশাসনিক আধিকারিকেরাও।

এদিন শিলিগুড়ি-বাংলাদেশ বাস পরিষেবাও চালু হবে বলে জানান পরিবহনমন্ত্রী। পরিবহণ মন্ত্রী আরও জানান, পরিবহন ব্যবস্থার উন্নতি হলেই উত্তরবঙ্গের অর্থনৈতিক ব্যবস্থা আরও উন্নত হবে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, উত্তরবঙ্গের অর্থনীতি চাঙ্গা করতে হবে। তাই এই বাস পরিষেবা চালু করছি। এখন একটি বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে দুটি বাস চালাবে NBSTC। প্রতি সোমবার, বুধবার ও শুক্রবার শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যাণ্ড থেকে ছাড়বে বাসটি। অন্যদিকে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার নেপালের কাঠমান্ডু ছাড়বে বাস। বাসের ভাড়া ১৫০০ টাকা।

এদিন ফিরহাদ হাকিম আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চা বাগানে টি ট্যুরিজম চালু করেছেন। গোটা দেশের মানুষের পর্যটনের জায়গা হয়ে গিয়েছে এই টি ট্যুরিজম। উত্তরবঙ্গের অর্থনীতি চাঙ্গা হবে টি ট্যুরিজমের মাধ্যমে। পাশাপাশি তিনি জানান, প্রতিবেশী নেপাল, ভুটানের নাগরিকদের উত্তরবঙ্গের টি ট্যুরিজমে আসার আহ্বান জানান। বলেন, শিলিগুড়ি-কাঠমাণ্ডু বাস চালু হল। এবার নেপাল, ভুটান ও সিকিমের মানুষের সুবিধা হবে।

Comments are closed.