রেফারি বিতর্কে সরগরম কাতার বিশ্বকাপ; মেসি-এমবাপে দ্বৈরথ পরিচালনার দায়িত্বে কে জানেন? 

অনেক কিছুর সঙ্গে রেফারিদের বিরুদ্ধে গুচ্ছের অভিযোগের জন্যও কাতার বিশ্বকাপকে মনে রাখবে ফুটবল দুনিয়া। এই অবস্থায় বিশ্বকাপের শেষ ম্যাচ পরিচালনার দায়িত্ব কে পাবেন, তা নিয়ে কৌতূহল ছিলই। মেসি বনাম এমবাপে’র দ্বৈরথে পরিচালকের নাম জানিয়ে দিল ফিফা। ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন সাইমন মার্সিনিয়াক। পোল্যান্ডের বাসিন্দা তিনি। ম্যাচের সহকারী রেফারি হিসেবে থাকছেন, পাভেল সকলনিকি এবং টমাস লিস্টকিউইচ। আর ভার-এর প্রধান রেফারি হিসেবে থাকছেন টমাস কিয়াতকস্কি। 

২০০৯ সাল থেকে নিজের দেশ পোল্যান্ডের উচ্চ পর্যায়ের ম্যাচগুলোর রেফারিং শুরু করেন সাইমন। ২০১৩ থেকে ফিফার অধীনে ম্যাচ পরিচালনের দায়িত্ব পান। ২০১৮ বিশ্বকাপেও তিনি রেফারি ছিলেন। চলতি বিশ্বকাপেও আর্জেন্টিনা এবং ফ্রান্সের একটি করে ম্যাচ পরিচালনা করেছেন। ফ্রান্স বনাম ডেনমার্ক ম্যাচের রেফারি ছিলেন সাইমন। এবং আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচেও তিনিই রেফারি ছিলেন। প্রথমে জল্পনা ছিল, ব্রাজিলের কোনও রেফারি ফাইনাল খেলাবেন। কিন্তু বিশ্বকাপের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে আর কোনও ঝঁকি নিতে চায়নি ফিফা। জানা গিয়েছে, সাইমনের বিরুদ্ধে এখনও ফিফার কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। 

উল্লেখ্য, আর্জেন্টিনা-নেদারল্যান্ড ম্যাচের পর রেফারিকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিল মেসিরা। আর্জেন্টিনার অধিনায়ক ‘অযোগ্য’ বলে তোপ দেগেছিলেন রেফারিকে। তাঁকে ইতিমধ্যেই ছুটি দিয়েছে ফিফা। অন্যদিকে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া সেমিফাইনালেও রেফারি পেনাল্টি দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। ক্রোয়েশিয়া কোচ এবং অধিনায়ক মদ্রিচ পর্যন্ত ম্যাচ শেষে বলেন, পেনাল্টিটা অনুচিত ছিল। এরপর মরক্কোও ফ্রান্সের কাছে হারের পর রেফারির বিরুদ্ধে ফিফার কাছে নালিশ জানিয়েছে। এই অবস্থায় ফাইনালে যে বেশ চাপ নিয়েই সাইমন রেফারিং করতে নামছেন তা বলাই যায়। 

Comments are closed.