দীপাবলির উপহার হিসেবে ৭৮ দিনের বোনাস পাবেন রেলকর্মীরা, ঘোষণা কেন্দ্রের

দীপাবলী উপলক্ষ্যে রেলকর্মীদের বোনাস দেওয়ার ঘোষণা কেন্দ্রের। কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২১-২২ আর্থিক বছরের জন্য রেল কর্মীদের ৭৮ দিনের বেতনের সমান প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (PLB) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, প্রায় ১১.২৭ লক্ষ নন-গেজেটেড রেলওয়ে কর্মচারীকে পিএলবি অর্থ দেওয়া হয়েছে।

রেলওয়ের কর্মচারীরা যাত্রী ও পণ্য পরিষেবার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা অর্থনীতির জন্য সুফল এনেছে। লকডাউন সময় খাবার,কয়লা ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যগুলির আদান-প্রদানে রেলের কর্মীরা কাজ করেছেন। রেল মন্ত্রক আগেই এক বিবৃতিতে বলেছিল একথা। সব মিলিয়ে চলতি বছরে ২০২২-২৩ আর্থিক বছরে রেল রোজগার অনেকটাই বাড়িয়েছে। মহামারীর কারণে যা একেবারেই থমকে গিয়েছিল। রেলওয়ে কর্মচারীদের ৭৮ দিনের PLB দেওয়ার জন্য ১,৮৩২.০৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত বছরেও রেল কর্মীদের জন্য ৭৮ দিনের বোনাস দিয়েছিল। একজন রেলকর্মী ৭৮ দিনের বোনাস হিসেবে ১৮ হাজার টাকা পেয়েছিলেন।

Comments are closed.