পূর্ব রেলের অফিসে অগ্নিকাণ্ড: রেলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা, গান স্যালুটে চিরবিদায় হেয়ার স্ট্রিট থানার ASI অমিত ভাওয়াল
গান স্যালুটে চিরবিদায় জানানো হল হেয়ার স্ট্রিট থানার ASI অমিত ভাওয়ালকে। পূর্ব রেলের অফিসে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয় অমিত ভাওয়ালের। বাগুইহাটির বাসিন্দা অমিত। মঙ্গলবার লালবাজারে কলকাতা পুলিশ গান স্যালুটে্র মাধ্যমে শ্রদ্ধা জানায় অমিত ভাওয়ালকে। এদিন লালবাজারে কান্নায় ভেঙ্গে পড়েন অমিতের পরিবার।
সোমবার সন্ধ্যায় স্ট্র্যান্ড রোডের নিউ কয়লাঘাটা বিল্ডিং-এর ১৩ তলায় অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ছিলেন এক রেলের আধিকারিক, চারজন দমকল কর্মী। হেয়ার স্টিট থানার ASI অমিত ভাওয়াল ছিলেন সেই দলে। জানা গিয়েছে, একজন আরপিএফের মৃত্যু হয় এই অগ্নিকাণ্ডে।
রাতেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ছাড়াও পরিবারে ১ জনের সরকারি চাকরির প্রতিশ্রুতি দেন তিনি। সেই সঙ্গে রেলের তরফে অসহযোগিতার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। এদিন ফের একই অভিযোগে সরব হন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। তিনিও ঘটনাস্থলে কোনও রেলের আধিকারিক ছিলেন না বলে অভিযোগ করেন। এদিন ঘটনাস্থলে আসেন বিজেপির মুকুল রায়, স্বপন দাশগুপ্ত।
অন্যদিকে, ঘটনাস্থলে আসেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। তিনিও রেলের গাফিলতির পাশাপাশি দমকলের বিরুদ্ধে উপযুক্ত পরিকাঠামো ন থাকার অভিযোগ করেন। ঘটনায় পুলিশের তরফে রেলের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করা হয়েছে।