বিধানসভায় শুভেন্দু অধিকারী সহ ৭ বিজেপি বিধায়কের সাসপেনশন উঠল 

অবশেষে বিধানসভায় ৭ বিজেপি বিধায়কের ওপর থেকে সাসপেনশন উঠল। শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা সহ বাকি সাসপেন্ডেড বিধায়কেরা এবার থেকে বিধানসভার সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। 

৭ বিধায়কের সাসপেনশন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। কিন্তু হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, সাসপেনশন প্রত্যাহারের জন্য বিধানসভায় প্রস্তাব পেস করুক বিজেপি। হাইকোর্টের নির্দেশ মেনে গত সোমবার বিধানসভায় প্রস্তাব আনে বিজেপি। যদিও প্রস্তাব ত্রুটিপূর্ণ জানিয়ে তা খারিজ করে দেন অধ্যক্ষ বিমান ব্যানার্জি। সেই সঙ্গে তিনি জানান, মঙ্গলবার সকাল ১০ টার মধ্যে ফের বিজেপিকে প্রস্তাব পেস করার কথা বলেন। যদিও তার প্রতিবাদ করে রাজ্যের বিরোধী দল। 

অবশেষে বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশ মতো বিধানসভার স্পিকারের কাছে মোশান জমা দেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রস্তাব পেশের পর এদিন বিএ কমিটির বৈঠকে সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। 

উল্লেখ্য, গত বাজেট অধিবেশনে বিধানসভায় তুমুল হৈচৈ হয়। দু’দলের বিধায়করা হাতাহাতি’তে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সাত বিজেপি বিধায়ককে সাসপেনশন করেন স্পিকার বিমান ব্যানার্জি। এদিন সাসপেনশন তোলার পক্ষে মত দিয়ে রাজ্যের মন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। কিন্তু বিরোধীদেরও মনে রাখতে হবে বিধানসভার একটা গরিমা আছে। 

Comments are closed.