করোনা ঠেকাতে নিজস্ব ‘বায়ো বাবল’! মেট্রো যাত্রীর কীর্তি দেখে তাজ্জব দুনিয়া

সারা দুনিয়া যখন করোনা থেকে বাঁচতে মাস্ক, স্যানিটাইজেসন, শারীরিক দুরুত্ব বিধির ওপর ভরসা রাখছেন। তখন ওই ব্যক্তি নিজেস্ব 'বায়ো বাবল' তৈরি করে দুরত্ববিধি রক্ষাকে এক আলাদা মাত্রা দিয়েছেন

করোনা থেকে বাঁচতে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা, ঘন ঘন হাত স্যানিটাইজ করা ইত্যাদি বিষয়ে আমরা সকলেই অভ্যস্ত হয়ে পড়েছি।

কয়েকদিন আগেই কোনও এক গ্রামে করোনাকে দেবতা রূপে পুজো করে ভাইরাস থেকে নিষ্কৃতি পেতে চেয়েছেন কয়েকজন গ্রামবাসী। বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা দাবি করেছেন, গোমূত্র পান করলে করোনা থেকে রক্ষা পাওয়া যায়।

তবে সম্প্রতি নেট পাড়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা এসব কিছুকেই ছাপিয়ে গিয়েছে। যদিও অনেকের মতে বিষয়টি অদ্ভুত হলেও অবৈজ্ঞানিক নয়।
মেট্রোতে এক ব্যক্তি বসে ফোন ঘাটছেন, তাঁর চারপাশ স্বচ্ছ পর্দা জাতীয় কিছু দিয়ে ঢাকা। সম্প্রতি ওই ব্যক্তির ভিডিও ট্যুইট করেছেন হর্ষ গোয়েঙ্কা।

সারা দুনিয়া যখন করোনা থেকে বাঁচতে মাস্ক, স্যানিটাইজেসন, শারীরিক দুরুত্ব বিধির ওপর ভরসা রাখছেন। তখন ওই ব্যক্তি নিজেস্ব ‘বায়ো বাবল’ তৈরি করে দুরত্ববিধি রক্ষাকে এক আলাদা মাত্রা দিয়েছেন। আর ব্যক্তির এই আজব কীর্তি দেখে সহযাত্রীরা স্বাভাবিকভাবেই হতচকিত। ফোন বের করে এই ‘অভুতপূর্ব’ দৃশ্যটি ক্যামেরা বন্দি করতে শুরু করেন অনেকে। তবে ব্যক্তিটির সেসব দিকে কোনও পরোয়া নেই, তিনি ফোনে মগ্ন। গোয়েঙ্কা ওই ভিডিওটি ট্যুইট করে ক্যাপশানে লিখেছেন ‘করোনা আবিষ্কার’।

ট্যুইটটি মুহূর্তে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। অতিমারী থেকে বাঁচতে এমন কীর্তি দেখে তাজ্জব নেট নাগরিকরা। অনেকেই মজার ছলে দাবি করেছেন, করোনা থেকে বাঁচতে এমন আবিষ্কারক এবং আবিষ্কারককে স্বীকৃতি দিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Comments are closed.