সেঞ্চুরির পথে ডিজেলের দাম, রাস্তায় দেখা নেই বাসের, সমস্যায় নিত্য যাত্রীরা

বাংলায় সেঞ্চুরির পথে ডিজেলের দাম। কলকাতার রাজপথে দেখা নেই বাসের। অফিস টাইমে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। কলকাতায় শনিবার ডিজেলের দাম ৯৯ টাকা ৮ পয়সা। অন্যদিকে পেট্রোলের দাম ১০৭ টাকা ৭৮ পয়সা। শনিবার সকাল থেকে রাস্তায় বাসের সংখ্যা কম।

এদিনই পেট্রোলের দাম বেড়েছে ৩৪ পয়সা আর ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা। এরফলে দাম বাড়ছে শাক সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম।

এবার জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়ল যানবাহনে। সকালে বাড়ি থেকে বেড়িয়ে সমস্যার মুখে পড়তে হয় অফিস যাত্রীদের। কম সংখ্যায় চলছে বাস। আর বাসে উঠলেও ভাড়া প্রচুর। যাত্রীদের অভিযোগ, পরিবহণমন্ত্রী বাসের ভাড়া বাড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলেও সেইকথা শুনতে নারাজ বাস মালিকরা। প্রতিটি বাসের ক্ষেত্রেই বাড়িয়ে দেওয়া হয়েছে ভাড়া। বাস মালিকদের দাবি, কলকাতায় আগে বাস, মিনিবাস চলত প্রায় ৭৫০০টি। এখন সেই সংখ্যাটা ২০০০। অনেক অফিস এখনও খোলেনি। বাড়িতে বসেই কাজ করছেন অনেকে। তাই বাসে যাত্রী আগের মতন নয় বলে দাবি বাস মালিকদের। করোনার কারণে লক্ষ্মীপুজোর পর থেকেই রাজ্যে জারি হয়েছে ফের নৈশকালীন বিধিনিষেধ। সেই ক্ষেত্রে সন্ধ্যের পর থেকে বাসের সংখ্যা কমে যাচ্ছে। এরমধ্যে জ্বালানির দাম অগ্নিমূল্য হওয়ার কারণে রাস্তায় বাস নামাতে চাইছেন না মালিকরা।

Comments are closed.