ফের কমল সোনা-রুপোর দাম, উৎসবের মুখে হাসি ফুটলো মধ্যবিত্তদের ঠোঁটে

করোনা কালে সব জিনিসের দাম প্রায় আকাশ ছোঁয়া। খাবার জিনিস থেকে জামা কাপড়। গ্যাস থেকে যাতায়াত ভাড়া প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদিকে সোনার দামও প্রায় আকাশ ছুই ছুই। কিন্তু লাগাতার তিন দিন দাম বাড়ার পর এবার আবার পড়ল সোনা আর রূপোর দাম।

এদিন এমসিএক্স সূচকে ০.২৪% পতন হয়েছে সোনার, এখন প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫০,২৭০ টাকা। সূচকে ০.৬% পড়ার ফলে প্রতি কেজি রুপোর দাম হয়েছে ৬৭,৮৮২ টাকা। ওদিকে বিশ্ব বাজারে ডলারের দাম পড়ার কারণে সূচকে ১.৫% উত্থানের জেরে গতকাল প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়েছিল ৭৫০ টাকা।

আর রুপোর দাম ৩.৫% বৃদ্ধির জেরে প্রতি কেজিতে দাঁড়ায় ২,৩০০ টাকা। আর আজকে স্পট গোল্ড সূচকে ০.২% পতনের জেরে প্রচতি আউন্স সোনার দাম হল ১.৮৮১.৬৫ ডলার। সব মিলিয়ে আগের থেকে একটু হলেও কমেছে সোনার দাম। সামনেই নিউ ইয়ার আর বড়দিন তাই তার আগে সোনার দাম কমতে একটু হলেও চিন্তা কমেছে আমজনতার।

Comments are closed.