মুখ্যমন্ত্রীর ঘোষিত ইথানল ও ডেটা পলিসি ২৪ ঘন্টার মধ্যেই অনুমোদন পেল মন্ত্রীসভার

বুধবার পানাগড়ে একটি কারখানার শিল্যান্যাস অনুষ্ঠানে গিয়ে রাজ্যে দুটি শিল্প পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রথম ইথানল প্রস্তুত, যা জৈব জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং দ্বিতীয়ত, রাজ্যে ডেটা সেন্টার গড়ে তোলা।

মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই এই সংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তাব পাশ হয়ে গেল রাজ্য মন্ত্রিসভায়। শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি জানান, বিনিয়োগকারীদের এই দুটি ক্ষেত্রে বিনিয়োগের জন্য উৎসাহ রয়েছে। ইথানল পলিসি এবং ডেটা পলিসির জন্য অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রীসভা। খুব শীঘ্রই এই সংক্রান্ত গাইড লাইন ঠিক করে দেওয়া হবে।

তৃতীয়বার ক্ষমতায় ফিরে তাঁর সরকারের মূল লক্ষ্য যে শিল্পে শীর্ষ স্থানে পৌঁছানো তা স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার পানাগড়ে একটি কারখানার শিল্যান্যাস অনুষ্ঠানে গিয়ে রাজ্যের দুটি আগাম শিল্পের কথা ঘোষণা করেছিলেন তিনি। জানিয়েছিলেন, ভাঙা চাল দিয়ে ইথানল প্রস্তুতির পলিসি নিয়েছে রাজ্য। জৈব জ্বালানি হিসেবে ইথানলের ব্যবহার অপরিহার্য। সেই সঙ্গে কাঁচামাল ভাঙা চাল বিক্রি করে ধান চাষীরাও আর্থিক ভাবে লাভবান হবেন। এই শিল্পের জন্য দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে রাজ্যে।

এছাড়াও আগামী পাঁচ বছরের মধ্যে ৪০০ মেগাওয়াট ডেটা সেন্টার তৈরির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

সব মিলিয়ে বাংলায় শিল্প ফেরাতে রাজ্য সরকার যে তৎপর তা এদিনের ঘটনায় ফের একবার স্পষ্ট।

Comments are closed.