ধন্যি মেয়ে! ১০ দিনের লড়াইয়ে করোনা জয় ২৫ দিনের শিশুকন্যার

চিকিৎসকেরা জানাচ্ছেন, শিশুটির চিকিৎসার জন্য করোনার ঔষুধ রেমডিসিভির দেওয়া হয়েছে। শিশুটিকে ভেন্টিলেশনেও রাখতে হয়েছিল

করোনাকে হারিয়ে জয়ী ২৫ দিনের সদ্যজাত শিশুকন্যা। ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বরের জগন্নাথ হাসপাতালে। ২৫ দিনের শিশুকন্যা ১০ দিনের লড়াইয়ে করোনা জয় করেছে।

জানা যাচ্ছে, শিশুর মা-বাবার বাড়ি কালাহান্ডির ভবানী পাটনা মদনপুরে। জন্মের ১৫ দিনের মাথায় শিশুটির মা, বাবা করোনা সংক্রমিত হন। চিকিৎসকেরা জানাচ্ছেন, শিশুটির চিকিৎসার জন্য করোনার ঔষুধ রেমডিসিভির দেওয়া হয়েছে। শিশুটিকে ভেন্টিলেশনেও রাখতে হয়েছিল। সব কিছুকে পিছনে ফেলে করোনাকে হারিয়ে জয়ী হয়েছে ২৫ দিন বয়সের শিশু কন্যা।

কয়েকদিন আগে ২ থেকে ১৮ বছর বয়েসীদের মধ্যে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ছাড়পত্র পায় ভারত বায়োটেক। তখন এই ঘটনা চিকিৎসা শাস্ত্রে নতুন পথ দেখাবে বলে মনে করছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমিত হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি।

করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিপর্যস্ত গোটা দেশ। গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্ৰমিতের সংখ্যা ৩,৪৩,১৪৪ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার কোভিড আক্রান্তের।
এই দমবন্ধ করোনা পরিস্থিতির মধ্যে ভুবনেশ্বরের জগন্নাথ হাসপাতালের ঘটনা যেন খোলা হওয়া।

Comments are closed.