ফের মানবিক মুখ রাজ্য পুলিশের। অন্তঃসত্ত্বা মহিলাকে রক্ত দিতে এগিয়ে এলেন এক পুলিশ অফিসার। তিনি দার্জিলিংয়ের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর।
রবিবার রাতে প্রায় ১০ টা বাজে। দার্জিলিংয়ের একটি নার্সিংহোমে এক অন্তঃসত্ত্বা মহিলার প্রসবের জন্য অস্ত্রোপচার চলছিল। হঠাৎ করে ওই মহিলার প্রয়োজন হয় বি-নেগেটিভ রক্ত। বিরল এই রক্ত হাসপাতালে মজুত ছিল না। সেইসময় হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে দার্জিলিংয়ের পুলিশ সুপারের রক্ত বি-নেগেটিভ। হাসপাতাল থেকে ফোন যায় পুলিশ সুপারের কাছে। তিনি তখন রাতের খাবার খেতে ব্যস্ত ছিলেন। কিন্তু রক্তের প্রয়োজন শুনেই এক ছুটে হাসপাতালে আসেন তিনি রক্ত দিয়ে সুস্থ করে তোলেন অন্তঃসত্ত্বাকে।
এই বিষয়ে হাসপাতালের চিকিৎসক জানান, ইমারজেন্সি সিজার করতে হলে নিয়ম অনুযায়ী আগে রক্তের ব্যবস্থা করে রাখতে হয়। কিন্তু এই গ্রুপ বিরল রক্ত আনতে হলে শিলিগুড়ি যেতে হত। আর এতে সময় লাগত ৩ ঘণ্টা। আমরা জানতাম পুলিশ সুপারের রক্ত বি-নেগেটিভের। উনি জানতে পেরেই স্বেচ্ছায় রক্তদান করতে রাজি হিয়ে যান।
পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর বলেন, আমি আমার কর্তব্য পালন করেছি।
Comments are closed.