তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। সকলের একটাই প্রার্থনা একটু বৃষ্টি হোক। এই অবস্থায় স্বস্তির কথা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে তাপমাত্রা কমতে পারে। কলকাতা সহ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শনিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি উত্তরবঙ্গেও জেলাগুলিতেও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার রাত থেকেই আকাশ থাকবে আংশিক মেঘলা ও হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু জায়গায়। বৃহস্পতিবারও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যদিও বৃহস্পতিবার ও শুক্রবার প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে।
কয়েকটি জেলায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে।
মগরায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুর- ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়- ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আসানসোল- ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া- ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস। ব্যারাকপুর- ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতন- ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, বাংলার পাশাপাশি পূর্ব রাজস্থানের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লিতেও বৃষ্টি পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। এছাড়াও পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Comments are closed.