ইন্ডিয়া গেটে বসছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিশাল গ্রানাইটের মূর্তি, ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

ইন্ডিয়া গেটে বসছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিশাল মূর্তি। ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার একটি টুইট করেন মোদী। সেখানে লেখেন, সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ইন্ডিয়া গেটে গ্রানাইটের একটি মূর্তি স্থাপন করা হচ্ছে। নেতাজির কাছে গোটা দেশ ঋণী। এই মূর্তি তাঁরই প্রমাণ হয়ে থাকবে।

অন্যদিকে এদিন সকালেই জানা যায়, ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দিয়ে তা জাতীয় যুদ্ধ স্মারকের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে। এই নিয়ে কেন্দ্রের মোদী সরকারের সঙ্গে বিরোধিদের একটা তরজ তৈরি হয়েছে।

এই বছর নেতাজির ১২৫ তম জন্ম বার্ষিকী অর্থাৎ ২৩ জানুয়ারি থেকে উদযাপিত হবে সাধারণতন্ত্র দিবস বলে আগেই ঘোষণা করেছে কেন্দ্র।

Comments are closed.