তিনই উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী-মুখ? জল্পনা বাড়িয়ে উত্তর দিলেন প্রিয়াঙ্কা 

উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ প্রিয়াঙ্কা গান্ধী? শুক্রবার একটি অনুষ্ঠানে তেমনটাই ইঙ্গিত দিলেন প্রিয়াঙ্কা নিজে। উত্তরপ্রদেশে কংগ্রেস সরকার গড়লে কর্মসংস্থান নিয়ে তাদের কি পরিকল্পনা রয়েছে, এদিন সে সম্পর্কে একটি ইস্তাহার প্রকাশ করে হাত শিবির। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। 

ওই অনুষ্ঠানে এক সাংবাদিক প্রশ্ন করেন, উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী পদের জন্য কংগ্রেসের মুখ কে? এর উত্তরে কংগ্রেস নেত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, আপনি কি অন্য কোনও মুখ দেখতে পাচ্ছেন? তাঁর এই মন্তব্যের পরেই জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রিয়াঙ্কার মন্তব্যে পরিস্কার যে উত্তরপ্রদেশে তিনিই কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ। 

বিজেপি যোগী আদিত্য নাথকে মুখ করে উত্তরপ্রদেশে নির্বাচন নেমেছে, অন্যদিকে সমাজবাদী পার্টি মুখ্যমন্ত্রী পদ প্রার্থী হিসেবে অখিলেশ যাদবের নাম ঘোষণা করেছে। কংগ্রেসের তরফে এতদিন কোনও নাম ঘোষণা করা হয়নি। কিন্তু এদিন প্রিয়াঙ্কার ইঙ্গিতপূর্ণ মন্তব্যে পরিস্কার কংগ্রেসও মুখ্যমন্ত্রী মুখ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। 

উল্লেখ, যোগী আদিত্য নাথ, অখিলেশ যাদব এই প্রথম বিধানসভা নির্বাচন লড়ছেন। সেদিক থেকে প্রিয়াঙ্কার মন্তব্যের পর  স্বাভাবিক ভাবেই প্রশ্ন দেখা দিয়েছে তিনই কি এবারে কোনও কেন্দ্র থেকে ভোটে লড়বেন? 

Comments are closed.