“এক বছর হয়ে গেল।” বাবার মৃত্যুবার্ষিকীতে স্বস্তিকার স্মৃতিচারণ

বাবার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণের পথে আজ স্বস্তিকা মুখোপাধ্যায়।

২০২০ র ১১ মার্চ ইহলোক ত্যাগ করে পরলোকের উদ্দেশ্যে বরাবরের মতো চলে গিয়েছিলেন সন্তু মুখোপাধ্যায়। স্বস্তিকা মুখোপাধ্যায়ের মা গত হয়েছেন অনেক আগেই। তাই বাবাই ছিল সুখ-দুঃখের সঙ্গী। আজ ২০২১ এর ১১ মার্চ। সন্তু মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী এক বছরে পা দিল। সেই উদ্দেশ্যেই বাবার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণের পথে আজ স্বস্তিকা মুখোপাধ্যায়।

কয়েক বছরের ব্যবধানে মা-বাবার চলে যাওয়া, আজও অভিনেত্রীকে একা করে দেয়। বৃহস্পতিবার, বাবা সন্তু মুখোপাধ্যায়কে নিয়ে লিখতে গিয়ে তিনি নিজেকে আবিষ্কার করলেন। স্বস্তিকা তাঁর ইনস্টাগ্রামের দেওয়ালে লিখছেন, “তুমি বলতে বৈভব মানুষ তখনই প্রকাশ করে যখন তাদের ভেতরটা ফাঁকা। আমার ভেতরে তোমার বলে যাওয়া কথা, দেখিয়ে দেওয়া পথ, শিখিয়ে দেওয়া পাঠ সর্বদা বিরাজমান, আমার অন্তরে আর জায়গা কই?” অভিনেত্রীকে তাঁর বাবা অন্তঃসারশূন্য হয়ে “আরও ভালর পিছনে” না ছোটার মন্ত্রণা দিয়েছেন সে কথাও উল্ল্যেখ করলেন। কারণ, ভালোর কোন শেষ নেই, ভালো পিছনে ছোটা বৃথা তাই। শেষ লাইনে ইচ্ছা প্রকাশ করে স্বস্তিকা লিখেছেন, “আবার তোমার সঙ্গে দেখা হলে নতুন ফর্দ বানিয়ে নেব খন।”

 

Comments are closed.