আর কয়েক বছরের মধ্যে ক্যানসারের ভ্যাকসিন আনছে করোনা টিকা প্রস্তুতকারী সংস্থা

২০৩০ সালের মধ্যে বাজারে আসছে ক্যানসারের ভ্যাকসিন। এমনই আশ্বাস দিল করোনা টিকা প্রস্তুতকারী সংস্থা। জার্মানির এই ওষুধ প্রস্তুতকারী সংস্থার নাম বায়োএনটেক। ফাইজারের সঙ্গে একত্রিত হয়ে করোনার টিকা আবিষ্কার করেছিল এই সংস্থা।

এই টিকা ব্যবহার করা হয়েছিল বিশ্বের অনেক জায়গায়। করোনায় ব্যবহৃত টিকায় এমআরএনএ প্রযুক্তির সাহায্যে ক্যানসারের টিকা বানানো হচ্ছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। আরও জানানো হয়েছে, বিগত ১০ থেকে ১২ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করা হচ্ছে। ক্যানসারের টিকায় এমআরএনএ ব্যবহার নিয়ে কাজ চলছে। এমআরএনএ শরীরে কোভিডের মতন ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য অ্যান্টিজেন তৈরি করতে সাহায্য করে। সংস্থা জানিয়েছে, এমআরএনএ শরীরের মধ্যে ক্যানসারের কোষ খুঁজে বের করার পর তা ধ্বংস করার জন্য নির্দেশ দেবে।

কয়েকমাস আগে জানা গিয়েছিল, জরায়ুমুখ ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের বাজারে আসছে ভ্যাকসিন। কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন তৈরি করেছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়। সেরাম কর্তা জানিয়েছিলেন, এই ভ্যাকসিনের দাম হবে ২০০ থেকে ৪০০ টাকা। এই প্রসঙ্গে সেরাম কর্তা আদর পুনাওয়ালা জানিয়েছিলেন, প্রথমে ভারতের জন্য ২০০ মিলিয়ন টিকা তৈরি করা হবে এবং পরে তা অন্যান্য দেশগুলিকে দেওয়া হবে।

Comments are closed.