এপ্রিলে রাজ্যে পঞ্চায়েত ভোট, ‘২৩’-এ হাওড়ায়; ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের 

সম্ভবত আগামী বছর এপ্রিল মাসে রাজ্যে পঞ্চায়েত ভোট হবে। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর মিলেছে। সেই সঙ্গে ২০২৩-এ হাওড়া পুরসভার বকেয়া ভোট। পাশপাশি কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত ভোট করানোর পরিকল্পনা রয়েছে। 

জানা গিয়েছে, পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের প্রায় সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। তালিকা নিয়ে কোনও অভিযোগ থাকলে তা আগামী ২ নভেম্বর পর্যন্ত কমিশন অথবা জেলা শাসকের কাছে জানানো যাবে। এরপর ডিসেম্বর মাসের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করবে রাজ্য নির্বাচন কমিশন। এবং জানুয়ারি মাসে ভোটের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। 

এদিকে দীর্ঘ দিন ধরে হাওড়ার পুরভোট বকেয়া রয়েছে। প্রথমে মনে করা হয়েছিল কলকাতা পুরভোটের সঙ্গেই হাওড়ার ভোট হবে। কিন্তু সেই সময় হাওড়া থেকে বালিকে আলাদা করা হলেও সেই জট না কাটায় ভোট হয়নি। এদিন কমিশন সূত্রে খবর সব জট কাটিয়ে ২০২৩-এই হাওড়ার ভোট হতে চলেছে। 

Comments are closed.