বক্সার জঙ্গলে ছাড়া হল আরও ১০৪ টি স্পটেড হরিণ

ডুয়ার্সের বক্সার জঙ্গলে ছাড়া হল স্পটেড ডিয়ার প্রজাতির হরিণ। সোমবার ১০৪ টি হরিণ ছাড়া হয় বক্সা জঙ্গলে। ভবিষ্যতে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে বাইরে থেকে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য বন দফতর। আর তাই বাঘেদের খাবারের জন্যই ওই জঙ্গলে হরিণ ছাড়ার পরিকল্পনা করেছে বন দফতর। সেই পরিকল্পনার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন বনমন্ত্রী জোতিপ্রিয় মল্লিকও। এমনকি জঙ্গল সংলগ্ন বনবস্তির মানুষকে ক্ষতিপূরণের মাধ্যমে তাঁদের অন্যত্র সড়িয়ে নেওয়ার পরিকল্পনাও চলছে বলে বনদফতর সূত্রে খবর। সেইসূত্র ধরেই এই উদ্যোগ বলে বন দফতর সূত্রে খবর।

 

এর আগেও ১৭ মার্চ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ৮৬ টি হরিণ ছাড়া হয়েছিল। এর আগেও এই জঙ্গলে বাইরে থেকে হরিণ এনে ছেড়েছিল বন দফতর। প্রায় ৫০০ টি হরিণ ছেড়েছিল বন দফতর। সোমবার ছাড়া হয়েছে আরও ১০৪ টি হরিণ। বক্সা টাইগার রিজার্ভের ডি এফ ডি পারভিন কাশোয়ান জানিয়েছেন, বীরভূমের বল্লভপুরের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে হরিণগুলি এনে বক্সা জঙ্গলে ছাড়া হয়েছে।

Comments are closed.