১০ দিন রাষ্ট্রীয় শোকের শেষে আজ রানীর শেষকৃত্য, উপস্থিত আছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

১০ দিনের রাষ্টীয় শোকের শেষে সোমবার ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য। মৃত্যুর পর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শায়িত ছিল রানীর মরদেহ। সোমবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাব থেকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য উইন্ডসর ক্যাসেলে নিয়ে যাওয়া হয় কফিনবন্দী দেহ। সেখানে স্বামী প্রিন্স ফিলিপের পাশে সমাধিস্থ করা হবে রানী দ্বিতীয় এলিজাবেথকে। উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বিশিষ্ট ব্যক্তিরা। শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবারই তিনি রওনা দিয়েছেন ব্রিটেনের উদ্দেশ্যে।

এদিন ব্রিটেন জুড়ে সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে। ডিপার্টমেন্ট ফর কালচার, মিডিয়া অ্যান্ড স্পোর্ট (ডিসিএমএস) জানিয়েছে, লন্ডন এবং উইন্ডসরে সাধারণের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়ায় সামিল হতে লন্ডনে উপস্থিত আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, আইরিশ প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন সহ আরও অনেকে।

তবে উপস্থিত থাকবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার সঙ্গে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক শেষ করেছে ব্রিটেন। সেই কারণেই প্রেসিডেন্ট পুতিনকে দেখা যাবে না এই অনুষ্ঠানে। এছাড়াও দেখা মিলবে না সিরিয়া, ভেনেজুয়েলা, আফগানিস্তান, বেলারুশ এবং মায়ানমারের প্রতিনিধিদের। ইতিমধ্যেই পুরো ব্রিটেনকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। রানীর অন্ত্যেষ্টিক্রিয়ার ভিডিও সম্প্রচার করা হবে ব্রিটেনের বিভিন গির্জায়। মোট ১২৫ টি সিনেমা হলে দেখানো হবে অন্তিম যাত্রার দৃশ্য।

Comments are closed.